Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসে সউদী আরবে চিকিৎসকসহ তিন বাংলাদেশির মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ৯:০৩ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সউদী আরবের মদিনা শরীফে একজন চিকিৎসকসহ তিনজন বাংলাদেশি মারা গেছেন। ৩০ মার্চ দেশটির মদিনা আল জাহারা হাসপাতাল কর্তৃপক্ষ জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে জানায়, গত ২৪ মার্চ চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দূর্লুবের পাড়া গ্রামের আলহাজ লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ হাছান (৩৮) মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান।
সে মদিনা তাইবা মার্কেটে চাকুরি করতো। সে মদিনার দূরে ক্ষেত খামারে কাজ করা এক বন্ধুর কাছে বেড়াতে যায় । সেখান থেকে জ্বর সর্দি কাশি নিয়ে এক হাসপাতালে ভর্তি হয়। পড়ে করোনা শনাক্ত হলে সরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। গত ২৪ মার্চ সে মারা যায়। সউদী থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানায়।
এছাড়া মদিনায় করোনায় আক্রান্ত হয়ে সাভারের সাদাপুর পুরান বাড়ীর রিয়াজুল করিমের ছেলে কোরবান আলী মারা গেছে। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫ম ব্যাচের ডা: আফিক হোসাইন (৫৭) গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মদিনায় মারা গেছে। তার গ্রামের বাড়ী যশোর জেলায়। সউদীতে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৩ জন এবং মারা গেছেন আটজন। রাতে মদিনায় করোনাভাইরাসে একজন চিকিৎসকসহ তিন জনের মৃত্যু সর্ম্পকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলরের পিও হুমায়ূন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, করোনায় কোনো বাংলাদেশি মৃত্যু খবর আমি জানি না। এ ব্যাপারে রিয়াদ বাংলাদেশ দূতাবাস জানবে।

 

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ