মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একেক দেশ একেক রকম পদক্ষেপ নিচ্ছে। কোনো কোনো দেশ তাদের সীমান্তসহ ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। আবার কোনো কোনো শহর, অঞ্চল বা দেশ লকডাউন ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে করোনার সংক্রমণ রোধে বাইরে চলাফেরায় কড়াকড়ি আরোপ করছে দেশগুলো। তবে সেন্ট্রাল আফ্রিকান দেশ পানামা সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অন্য সব দেশ থেকে সম্প‚র্ণ আলাদা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা ঠেকাতে বাইরে চলাফেরায় লিঙ্গভিত্তিক বাধানিষেধ আরোপ করেছে পানামা। পানামায় বর্তমানে লকডাউন চলছে। তবে নতুন নির্দেশে বলা হয়েছে, লকডাউন চলাকালে বিশেষ প্রয়োজেন একসঙ্গে নারী-পুরুষের বাইরে যাওয়া যাবে না। দেশটির নতুন নিয়মানুযায়ী, কেনাকাটা করতে মাত্র দুই ঘণ্টার জন্য সপ্তাহের তিন দিন বাইরে বের হতে পারবেন নারীরা। দিনগুলো হলো-সোম, বুধ ও শুক্রবার। অন্যদিকে পুরুষরা মঙ্গল, বৃহস্পতিবার ও শনিবার বাইরে বের হতে পারবেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।