যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
কিডনি ডেমেজ এর ধকল কাটতে না কাটতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মানবজমিনের সিনিয়র ক্যামেরাপারসন আবদুল হাই স্বপন নিউইয়র্কের কুইন্স হসপিটালে সোমবার নিউইয়র্ক সময় দুপুর ১২.৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার আত্মীয় মিশিগান স্টেটের বাসিন্দা আরিফুর রহমান (অপু) খবরটি নিশ্চিত করেছেন। স্বপনের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামে। তিনি স্বপন হাই হিসেবে পরিচিত ছিলেন।
সাংবাদিক স্বপনের দাফন
সাংবাদিক আবদুল হাই স্বপনের লাশ দাফনের প্রক্রিয়াটি পরিবারের পক্ষ থেকে তদারকি করছেন বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আবদুর রহিম হাওলাদার । আগামী বুধবার সকালে হসপিটাল কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। ওই দিন সকালে নিউ জার্সি বাংলাদেশ সোসাইটি কবরস্থানে তাঁকে (ওখানেই জানাজা শেষে) দাফন করা হবে। লাশ দাফনের স্থানটি বাংলাদেশ সোসাইটি বিনামূল্যে প্রদান করেছে বলে জানান আবদুর রহিম হাওলাদার । সাংবাদিক শুভাকাঙ্খীমহলকে তাঁর বাংলাদেশে থাকা পরিবারবর্গের প্রতি খেয়াল রাখবার বিনীত অনুরোধ জানিয়েছেন তাঁর বড় ভাই আবদুল মতিন। তিনি দৈনিক ইনকিলাবে কর্মরত সাংবাদিক ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল অদুদের চাচাত বোনের স্বামী।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।