Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলিয়ন ডলারের বাড়ি ছেড়ে দিলেন আক্রান্তদের সেবায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটে এগিয়ে এসেছেন বহু তারকা ও ক্রীড়াবিদ। খ্যাতিমান বক্সিং লেজেন্ট আমির খানও যোগ দিয়েছেন তাঁদের কাতারে। সাবেক এই লাইট-ওয়েল্টারওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বল্টনে অবস্থিত তার একটি বাড়ি করোনা আক্রান্তদের চিকিৎসার কাজে ব্যবহারের জন্য যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিসের (এনএইচএস) হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন। বাড়িটির বর্তমান ম‚ল্য পাঁচ মিলিয়ন ডলার, যা এখন একটি ওয়েডিং ভেন্যু ও আউটলেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৩৩ বছর বয়সী মুসলিম ক্রীড়াবিদ এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি জানি এই কঠিন সময়ে মানুষের পক্ষে হাসপাতালে একটি শয্যা পাওয়া কত কঠিন। আমি আমার ৬০ হাজার স্কয়ার ফিটের ৪ তলা ভবনটি ন্যাশনাল হেল্থ সার্ভিসের হাতে তুলে দিতে প্রস্তুত। যেন তারা তা করোনা আক্রান্তদের সেবায় ব্যবহার করতে পারে। এর আগে লিভারপুলের মুসলিম ফরওয়ার্ড সাডিও মানি করোনা আক্রান্তদের সেবায় সেনেগালকে ৪১ হাজার ডলার দান করেন এবং একজন ব্রিটিশ মুসলিম এই এনএইচএসকে দুই লাখ ডলার দান করেন। টুইটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ