মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার রাজধানী মস্কোয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন আজ সোমবার থেকে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৩৪ জনে। এই রোগে আক্রান্ত হয়ে রাশিয়ায় আটজনের মৃত্যু হয়েছে। এদের ছয়জনই রাজধানী মস্কোর অধিবাসী।
ইউরোপের শীতপ্রধান অনেক দেশে প্রাণঘাতী করোনাভাইরাস ব্যাপক তাণ্ডব দেখালেও রাশিয়ায় এর প্রাদুর্ভাব তেমন দেখা যায়নি। তবে এখন পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে।
মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আজ থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তিনি বলেন, সকল বয়সের নারী-পুরুষকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া প্রত্যেক ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে মাসে ১৯ হাজার ৫০০ রুবেল (প্রায় ২৫০ ডলার) প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মস্কোর মেয়র।
দৈনিক বা চুক্তিভিত্তিক কাজ করা যেসব মানুষ তাদের কাজ হারিয়েছেন তারা মাসে বাংলাদেশি মুদ্রায় ২১ হাজারের কিছু বেশি টাকা পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।