Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডাস্টবিনে ফুটফুটে নবজাতক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২০, ২:৫৩ পিএম

ডাস্টবিনে কান্নারত এক ফুটফুটে নবজাতক উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের একটি ডাস্টবিন থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্র্রাথিমক চিকিৎসার পর চিকিৎসকেরা জানিয়েছে নবজাতক সুস্থ্য হয়ে উঠছে।
সদরঘাট থানার সহকারী উপ পরিদর্শক সাজু প্রতাপ দাশ বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করে স্থানীয় মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, যখন বাচ্চাটি উদ্ধার করি, তখনও তার নাভি কাটা হয়নি। হাসপাতালে তার নাভি কাটা হয়। চমেক হাসপাতালের ৩২নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করানো হয়।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবজাতক

২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ