মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোইরি।
সোফি নিজেই শনিবার তার সুস্থতার কথা নিশ্চিত করেছেন। -বিবিসি, এবিসি নিউজ, এপি
সামাজিক মাধ্যমে তিনি বলেন, আমি খুব ভালো অনুভব করছি। ওত্তাওয়া গণস্বাস্থ্য তাকে ছাড়পত্র দিয়েছে। শনিবার ট্রুডো জানান, সোফি ভালো অবস্থায় আছেন। লন্ডন সফর থেকে আসার পর অসুস্থ বোধ করেন সোফি। পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। ১২ মার্চ বিষয়টি নিশ্চিত করে ট্রুডোর কার্যালয়।
এরপরেই ট্রুডোর দম্পতি এবং তার তিন ছেলে সরকারি বাড়িতে সেলফ আইসোলেশনে চলে যায়। তবে অন্য কেউ সংক্রমিত হয়নি।
প্রতিদিনই নিজের বাসভবনের বাইরে সংবাদ সম্মেলনে করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে সাহস দিয়ে গেছেন ট্রুডো। আইসোলেশনে থাকা অবস্থায় পুরোদমে অফিসের কাজ করেছেন ট্রুডো। ফোনকল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার মন্ত্রী, প্রাদেশকি গভর্নর ও অঞ্চলিক নেতাদের।
দেশটিতে শনিবার পর্যন্ত করোনায় ৬১ জনের মৃত্যু, ৫ হাজার ৬১৬ জন সংক্রমিত এবং ৪৪জন সুস্থ হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।