যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একেএম মনির উদ্দিন (৬৩) নামের এক বাংলাদেশি মারা গেছেন। তিনি সেখানে ট্যাক্সিক্যাব চালাতেন এবং স্থানীয় মসজিদে আজান দিতেন। শুক্রবার (২৭ মার্চ) কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে পাঁচদিন তিনি এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতের পারিবারিক ঘনিষ্ঠজন বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান জানান, মনির জ্যাকসন হাইটসের খাবার বাড়ি সংলগ্ন মসজিদে স্বেচ্ছায় মাঝেমধ্যে আজান দিতেন। ট্যাক্সিক্যাব চালিয়ে জীবন ধারণ করতেন।
জানা যায়, গত ১৩ মার্চ জুম্মার দিনে শেষ আজান দিয়েছিলেন মনির। তখন তিনি বলেছিলেন, আমাদের অনেক ভাই করোনায় আক্রান্ত। এই মহামারি থেকে রক্ষা পেতে সবাই নিজ নিজ গৃহে থেকে ইবাদত করব। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে এ পর্যন্ত ৯ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে৷
সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১ লাখ ২৩ হাজার ৭৮১ বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ২২২৯ জন৷ শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ৮৮৩ জন৷
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।