Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ইন্টারনেট গ্রাহক প্রায় ১০ কোটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) তথ্য অনুযায়ি ফেব্রæয়ারি মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯ কোটি ৯৯ লাখ। জানুয়ারি মাসের চেয়ে ফেব্রæয়ারি মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৭ লাখ। এই ধারা অব্যাহত থাকলে মার্চ মাসেই দেশে প্রথমবারের মতো ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়াবে ১০ কোটিতে। বিশ্বের খুব অল্প সংখ্যক দেশই এই ল্যান্ডমার্ক স্পর্শ করতে পেরেছে। যদিও গত কয়েকমাস ধরেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা উঠানামা করছে। কোন মাসে বাড়ছে তো কোন মাসে কমছে।

সর্বশেষ ৯০ দিনে কোন গ্রাহক ইন্টারনেট ব্যবহার করে থাকলে তাকে সক্রিয় গ্রাহক হিসেবে গণ্য করে থাকে বিটিআরসি। সে হিসেবে গত বুধবার বিটিআরসি প্রকাশিত তথ্য অনুযায়ি দেশে বর্তমানে সক্রিয় ইন্টারনেট গ্রাহক সংখ্যা রয়েছে ৯ কোটি ৯৯ লাখ। যা জানুয়ারিতে ছিল ৯ কোটি ৯২ লাখ। বরাবরের মতো এখনো ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সিংহভাগ অর্থ্যাৎ ৯৪ দশমিক ২৫ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করেন। ফেব্রæয়ারিতে মাবাইল ফোন ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৪২ লাখ, ওয়াইম্যাক্স ইন্টারনেট ৫ হাজার এবং আইএসপি ও পিএসটিএন (ব্রডব্যান্ড) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৫৭ হাজার। জানুয়ারিতে মোবাইল ফোন ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৩৪ লাখ, ওয়াইম্যাক্স ৫ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ৫৭ লাখ। জানুয়ারির চেয়ে ফেব্রæয়ারিতে গ্রাহক বাড়লেও গতবছরের ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে গ্রাহক কমেছিল। ডিসেম্বরে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৯৪ লাখ। এর মধ্যে মোবাইল ফোন ইন্টারনেট ৯ কোটি ৩৬ লাখ, ওয়াইম্যাক্স ৫ হাজার এবং আইএসপি ও পিএসটিএন ৫৭ লাখ।

এদিকে ইন্টারনেট ব্যবহারকারীর মতো বেড়েছে নতুন মোবাইল সংযোগের সংখ্যাও। সর্বশেষ ৯০ দিনে সিম ব্যবহার করে কল, এসএমএস বা ডাটা ব্যবহার করে থাকলে সেটিকে সক্রিয় হিসেবে বিবেচনা করে বিটিআরসি। সে হিসেবে ফেব্রæয়ারিতে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল ১৬ কোটি ৬১ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৫৮ লাখ, রবি আজিয়াটার ৪ কোটি ৯৬ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৫৭ লাখ ও টেলিটকের ৪৮ লাখ। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ১৬ কোটি ৫৬ লাখ এবং ডিসেম্বরে ১৬ কোটি ৫৫ লাখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারনেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ