Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুদান দিলেন, তবুও সমালোচনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করোনা মোকাবিলায় মানবিক দুঃসময়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে এসেছেন। দিয়েছেন এক লাখ রুপির অনুদান। কিন্তু তাতেও সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক। ৮০০ কোটি রুপি ম‚ল্যের সম্পত্তির মালিকানা যার, বিপদের দিনে তিনিই কিনা দিলেন মাত্র এক লাখ ধোনিকে তুলোধুনো করলেন নেটিজেনরা।

করোনা মোকাবিলায় পুনের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ রুপি তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। করোনা মোকাবেলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সবাই। কিন্তু মাত্র এক লাখ রুপি দেওয়ায় ধোনির সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা।
টুইটারে একজন লিখেছেন, ‘মহেন্দ্র সিং ধোনির সম্পদের ম‚ল্য প্রায় ৮০০ কোটি রুপি। তিনি বড় অঙ্কের অনুদান দিয়েছেন! এক লাখ রুপি!!’
আরেকজন লিখেছেন, ‘কোভিড-১৯ সংকট মোকাবেলায় ১০০টি দরিদ্র পরিবারকে সহায়তা করতে ধোনি এক লক্ষ রুপি অনুদান দিয়েছেন। তার সম্পদের ম‚ল্য কিন্তু ৮০০ কোটি রুপি!!’

প্রসঙ্গত, করোনা মোকাবেলায় ৫০ লাখ রুপি অনুদান তুলে দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও গরিব মানুষেরদের জন্য ৫০ লাখ রুপি ম‚ল্যের চাল তুলে দিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ