Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতার অদ্ভুত ব্যবহার নেদারল্যান্ডসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

করোনা থেকে বাঁচতে হোম কোয়ারেন্টাইননের বিকল্প নেই। কিন্তু বেশিদিন ঘরবন্দি থাকলে চলবে কী করে! পেটের তাগিদে তাই অনেককেই বের হতে হচ্ছে। তাদের জন্য় সোশ্য়াল ডিস্টেনসিং বা সামাজিক দ‚রত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু দ‚রত্ব রাখতে চাইলেই কী হয়! এমন পরিস্থিতিতে চুল কাটার জন্য অভিনব উপায় বের করেছেন নেদারল্যান্ডের এক হেয়ারড্রেসার। তার উদ্ভাবনী কৌশলের ভিডিও স¤প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তারপরই ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। নেদারল্যান্ডের ওসে রয়েছে বেলা রোজ সালোঁ। করোনাভাইরাস মহামারির মধ্যেও খোলা রয়েছে সেটি। কিন্তু সেখানকার হেয়ারড্রেসার করোনাভাইরাস থেকে বাঁচতে ঢাল হিসেবে ব্যবহার করছেন ছাতাকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মুখের সামনে একটি ছাতা বেঁধে নিয়েছেন ওই হেয়ারড্রেসার। সেই ছাতার মধ্যে করা হয়েছে চারটি ফুটো। দুইটি বড় ফুটো দিয়ে দুই হাত বের করে চুল কাটছেন। উপরের দুইটি ফুটো দিয়ে দেখছেন তিনি। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ