মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসের প্রদুর্ভাবে যুক্তরাষ্ট্রের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ইতোমেধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে গত দুই সপ্তাহে অস্ত্র বিক্রি বেড়েছে ৮০০ গুণ। করোনা মহামারীকে কেন্দ্র করে দেশটিতে সামাজিক অস্থিরতা, লুট-পাট এবং দাঙ্গা-হাঙ্গামা বাড়ার আশঙ্কা প্রকাশ করেই দেশটির নাগরিকরা অস্ত্র ক্রয়ের হিড়িক তুলেছেন। ওকলাহোমার ডগস গানস এবং তুলসার অ্যামো এবং রিলোডিংয়ের মালিক ডেভিড স্টোন জানান, আগের চেয়ে অস্ত্র বিক্রি কয়েকগুণ বেড়েছে। প্রায় ৮০০ গুণ অস্ত্র বিক্রি করা হয়েছে এই কয়েকদিনে। এখন অস্ত্র ফুরিয়ে যায় নাই তবে আমাদের অস্ত্র ফুরিয়ে যাবে। তিনি আরও জানান, করোনা ভাইরাস অবনতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সব ক্রেতা তড়িঘড়ি করে অস্ত্র কিনতে ছুটে আসছে। তারা সবাই জীবনের প্রথম অস্ত্র কিনছেন। আর হাতের কাছে যে অস্ত্র পাচ্ছে তাই তারা কিনে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের অনেক অস্ত্র দোকানের মালিক রাতারাতি চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রত্যেকে আলাদা আলাদা মত দিচ্ছেন। তারা মনে করছেন, করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। আমেরিকা জুড়ে অস্থিরতা বাড়তে পারে। তাই নিজেদের আত্মরক্ষার কারণে অস্ত্র কিনছেন তারা। ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ওয়াশিংটন অঙ্গরাজ্য, আলবামা এবং ওহাইওসহ গোটা যুক্তরাষ্ট্রে অস্ত্রের বিক্রির হার বাড়ছে। এভরিটাউন ফর গান সেফটির সভাপতি জন ফেইনব্ল্যাট বলেন, করোনা›র প্রকোপের মুখে অস্ত্র যুক্তরাষ্ট্র কোনো নিরাপত্তা দেবে না। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।