Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধযুগ পর সিনেমায় হোমায়রা হিমু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী হোমায়রা হিমু মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। সিনেমাটি ২০১১ সালে মুক্তি পায়। পরবর্তীতে হিমু চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও অভিনীত ‘এক কাপ চা’ সিনেমায় অভিনয় করেন। এটি ২০১৪ সালে মুক্তি পায়। এরপর আর নতুন কোন সিনেমায় হিমুকে দেখা যায়নি। ছয় বছর পর হিমু আবারো নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার নাম ‘তোরে কতো ভালোবাসি’। সিনেমাটি নির্মাণ করেছেন দেওয়ান নাজমুল। হিমু বলেন, ‘তোরে কতো ভালোবাসি সিনেমার গল্প এবং আমার চরিত্র ভীষণ ভালো লেগেছে আমার। সিনেমাটিতে আমার চরিত্রে চমক আছে। দর্শকের ভালো লাগবে। দেওয়ান নাজমুল ভাই অনেক গুণী একজন নির্মাতা। বেশ গুছিয়ে যত্ন নিয়ে তিনি কাজ করেন। সবচেয়ে বড় কথা একজন শিল্পীকে যথাযথ সম্মান দিয়ে তিনি কাজ আদায় করে নেন।’ এদিকে হিমু অভিনীত নাগরিক টিভিতে প্রচার চলতি ধারাবাহিক মাতিয়া বানু শুকু পরিচালিত ‘গোল্লাছুট’, একই চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক ‘আদালত’ ও বৈশাখী টিভিতে প্রচার শুরু হওয়া দোদুল পরিচালিত ‘স্বপ্ন আড্ডা, একুশে টিভিতে প্রচার চলতি হারুন পরিচালিত ‘ইষ্টিুকুটুম’ ধারাবাহিকে অভিনয় করেছেন। হিমুকে সর্বশেষ মঞ্চে অভিনয়ে দেখা যায় ২০০৮ সালে জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় ‘খাঁচা ভিতর অচীন পাখি’ নাটকে। ‘নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল’র হয়ে মঞ্চে নিয়মিত অভিনয় করতেন তিনি।
ছবিঃ হিমু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ