Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানামায় ক্রুজ জাহাজে করোনা, মৃত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ৪:৩৭ পিএম

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি ক্রুজ জাহাজে চার যাত্রী করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আরও ১৩০ জন যাত্রী ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণে ভুগছেন। করোনায় আক্রান্ত হয়ে কয়েকজন মারা যাওয়ার পর যাত্রীদের আহ্বান, ‘আমাদের সহায়তা করুন’। -রয়টার্স
যাত্রীদের মধ্যে দু’জনের করোনা ভাইরাস রয়েছে বলে জাহাজটির অপারেটর শুক্রবার জানিয়েছেন। হল্যান্ড আমেরিকা লাইন সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে, এমএস জানদাম নামে ওই ক্রুজ শিপটি দক্ষিণ আমেরিকার এবং সেটি পানামা খাল হয়ে ফ্লোরিডার ফোর্ট লুডারডেলে যাওয়ার চেষ্টা করছিলো। কিন্তু পানামার সরকার খালে প্রবেশে বাধা দেয়ায় যাত্রী এবং ক্রুরা বিপাকে পড়েছে।
ক্রুজ শিপে অন্টারিওর ৫৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত ক্রিস জেন্ডার জানান, তারা দুঃস্বপ্নের মধ্যে আছেন। কারণ, তার স্ত্রী আন্নারও কাশি হয়েছে। তাছাড়া আক্রান্ত রোগী কোয়ারেন্টাইন না মেনে চলাচল অব্যাহত রেখেছে, যা অনেক ভীতিকর। যদিও ক্রুজ অপারেটররা বলেছিলেন, সুস্থ্য যাত্রীদের দ্রুত জান্ডামের সিস্টার জাহাজ রটারড্যামে পৌঁছে দেবে, যেটি পানামা খালের পাশে রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ