Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনে ৯ হাজারের বেশি চিকিৎসাকর্মী করোনা আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১:৫৩ পিএম

স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে বেড়েছে আট হাজার। ভয়াবহ বিষয় হলো স্পেনের সরকারি তথ্য অনুসারে, দেশটিতে ৯ হাজার ৪৪৪ জন স্বাস্থ্যকর্মী বর্তমানে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। দেশটিতে সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭০০ জন।
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি দুঃখজনক। স্বাস্থ্যকর্মী আক্রান্তের দিক দিয়ে স্পেন এখন বিশ্বে শীর্ষে রয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্পেনের দক্ষিণাঞ্চলের হাসপাতালের এক ডাক্তার বলছেন, মৃদু লক্ষণ প্রকাশে আমারা এখন রোগীদের হাসপাতালে আসতে না করছি। কারণ হাসপাতালে এসে তারা সংক্রমিত হতে পারে।
ঘনবসতিপূর্ণ স্পেনে বয়স্ক নাগরিক ও দুর্বল স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বেশি। যা এই করোনাভাইরাস ছড়িয়ে পরার কারণ বলে ভাবছেন বিশেষজ্ঞরা। এছাড়াও দেশটির হাসপাতালগুলোতে স্যানিটারি ব্যাবস্থারও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ