Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংগাইরে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারে পূর্বপাশের মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, রাত ১ টার দিকে হঠাৎ মার্কেটের পাশের বাসার মোসা. ইমা আক্তার মার্কেটে আগুন দেখতে পায়। আগুন দেখে পার্শ্ববর্তী মসজিদের ইমামকে তিনি মাইকে তা জানায়। পরে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্ঠা করে। কিন্তু ততক্ষণে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার ১ ঘণ্টা পর মানিকগঞ্জ ও সাভারের ফায়ার সার্ভিস টিম এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। দোকান মালিকরা বলেন, আগুন কিভাবে লাগছে আল্লাহ্ ছাড়া কেউ জানে না। তবে শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে তাদের ধারণা। অগ্নিকান্ডের খবর পেয়ে এসিল্যান্ড মেহের নিগার সুলতানা ও স্থানীয় চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ