মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের মহামারির মধ্যে উদাসীন মনোভাবের কারণে সম্প্রতি সমালোচিত হয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর। এবার দেশটির কেন্দ্রীয় রাজ্য পুয়েবলার গভর্নর বেফাঁস মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখোমুখি হলেন। লুইস মিগুয়েল বারবোসার দাবি- করোনায় গরিবরা আক্রান্ত হবে না, ধনীরাই সবচেয়ে ঝুঁকিতে। গত বুধবার বারবোসা সাংবাদিকদের প্রশ্ন করেন, এই মুঊর্তে কারা বেশি সংক্রমিত হচ্ছেন? নিজেই নিজের প্রশ্নের উত্তর দেন রাজ্যের গভর্নর, ‘বেশিরভাগ মানুষই সম্পদশালী, আপনারা জানেন। যদি আপনি ধনী হন, তাহলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। কিন্তু যদি গরিব হন, তাহলে আপনি করোনায় আক্রান্ত হবেন না।’ এই বক্তব্য ইউটিউব ও ফেসবুক লাইভে সম্প্রচারিত হলে তীব্র সমালোচনার মুখে পড়েন বারবোসা। আর্থিক অবস্থার সঙ্গে করোনার সংক্রমণের ঝুঁকির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সেক্ষেত্রে পুয়েবলা গভর্নরের এমন মন্তব্যে অনেকে হতভম্ব। তাদের প্রশ্ন- সরকারের কোনো উচ্চপদস্থ ব্যক্তি এমন ভিত্তিহীন কথা কেন ছড়াবেন? বারবোসা বলেন, করোনায় সংক্রমিত ব্যক্তিদের অনেকেই সম্প্রতি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। সম্পদ ও ভ্রমণের মধ্যে একটি যোগস‚ত্র দেখছেন তিনি। দেশটির ফেডারেল স্বাস্থ্য পরিসংখ্যানের তথ্য অনুযায়ী মেক্সিকোতে এখন পর্যন্ত ৪৭৫ জন করোনায় আক্রান্ত, যার ৭৫ শতাংশই দেশের বাইরে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পুয়েবলায় ৪৪ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।