মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অন্তত পাঁচ কর্মী। শুক্রবার ক্রেমলিন এ তথ্য জানিয়ে বলেছে প্রেসিডেন্ট সুস্থ আছেন। পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট স্বাভাবিকভাবেই কাজ করছেন।
রাশিয়ায় একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন শুক্রবার। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। এছাড়া এই ভাইরাসে মারা গেছেন মোট তিনজন।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, বৃহস্পতিবার রাতে ক্রেমলিনের কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলে দেখা যায়, করোনা এখন দেশটির সরকারের সদর দফতরে পৌঁছেছে।
স্থানীয় তিনটি সংবাদমাধ্যম বলছে, ক্রেমলিনের অন্তত পাঁচজন কর্মীর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাদের মধ্যে এক থেকে দুজন সরাসরি প্রেসিডেন্টের প্রশাসনিক দফতরের, একজন প্রেসিডেন্টের প্রশাসনিক দফতরের পরিচালকের কার্যালয়ের এবং একজন মন্ত্রিসভার সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।