Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমরা হাল ছাড়ছি না’

করোনা নিয়ে ব্রাভোর গান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৭:০৯ পিএম | আপডেট : ৭:১০ পিএম, ২৭ মার্চ, ২০২০

‘চ্যাম্পিয়ন’ গান গেয়ে গায়ক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন জন ব্রাভো। এর পরে তিনি গান গেয়েছেন আরও বেশ কয়েকটি। যার মধ্যে অন্যতম ‘এশিয়া’, ‘উই আর চ্যাম্পিয়নস’ গানগুলো।

বলা চলে, ক্রিকেটার পরিচয়ের পাশাপাশি গায়ক হিসেবেও এখন তারকাখ্যাতি পেয়ে গেছেন ব্রাভো। তাই সবসময়ই তার কাছ থেকে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা থাকে নতুন কিছুর। আর এসব বিষয়ে খুব একটা হতাশ করেন না ব্রাভো।

ঠিক যেমন, বর্তমানে উদ্ভূত করোনাভাইরাস নিয়ে তাকে অনুরোধ করা হয়েছিল গান গাওয়ার জন্য। যা দেখে দেরি করেননি এ ত্রিনিদাদের ক্রিকেটার। ‘আমরা হাল ছাড়ছি না’ শিরোনামে অনুপ্রেরণামূলক এক গান গেয়ে সেটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন ইউটিউবে।

তবে এর আগে ইন্সটাগ্রামে শুধু গানটির এক ভিডিও আপলোড করেছিলেন ব্রাভো। যেখানে তিনি লিখেন, ‘আমরা হাল ছাড়ছি না। আমার ভক্তরা বলছিল করোনা নিয়ে গান করতে। আমরা সবাই জানি এটা খুবই দুঃখজনক সময় আমাদের সবার জন্য। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাই মিলে এ যুদ্ধে লড়তে হবে।’ 

এই গানটিতে সারা বিশ্বের সব দেশের জন্য দোয়াপ্রার্থনা করেছেন ব্রাভো। যেখানে তিনি বাংলাদেশের নামও উল্লেখ করেছেন। এছাড়াও করোনা মোকাবিলায় যেসব নির্দেশনা দেয়া হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেগুলোও গানের ছলে বলেছেন ব্রাভো। সবমিলিয়ে অসাধারণ একটি গানই গেয়েছেন এ তারকা অলরাউন্ডার।

ডিজে ব্রাভোর ‘আমরা হাল ছাড়ছি না’ গানের কথা...

সময়টা এখন খারাপ

খুবই দুঃখজনক অবস্থা

সারা বিশ্বের এখন সাহায্য দরকার

সারা বিশ্বে এখন সবকিছু বন্ধ

সব বিমানবন্দর বন্ধ

কোনো ভক্ত মাঠে আসছে না

এই মহামারি সব মজা নষ্ট করে দিয়েছে

একবার এসেছে ইবোলা, এখন আবার করোনা

খুবই বড় বিপর্যয়ের সময়

এখন আমাদের এক হওয়ার সময়

আমি বলছি, পুরো বিশ্বের সবাই কিন্তু লড়াকু

আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না

আমরা এই করোনার শেষ দেখতে চাই

চলুন সবাই ইতালির জন্য প্রার্থনা করি

ইংল্যান্ড ও জার্মানি, ত্রিনিদাদ ও জ্যামাইকা, ভারত ও চীন

আমি আমেরিকার জন্য প্রার্থনা করি

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা

করোনা থেকে বিশ্বকে কে বাঁচাবে

আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না

আমরা এই করোনার শেষ দেখতে চাই

করোনা কাউকে পাত্তা দেয় না

সে কালো, সাদা, ধনী, গরিব, হিন্দু, মুসলিম অথবা খ্রিষ্টান

আপনি কোথায় থেকে এসেছেন করোনা পাত্তা দেয় না

দিন শেষে আমরা সবাই মানুষ

আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না

আমরা এই করোনার শেষ দেখতে চাই

প্রথমে সবাই ভেবেছিল করোনা তেমন কিছুই না

পরে দেখা গেল এটা খুবই ভয়াবহ

সবাই হাত পরিষ্কার রাখুন

পরিবারের সঙ্গে ঘরে থাকুন

সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে

সারা বিশ্ব কাঁদছে

আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না

আমরা এই করোনার শেষ দেখতে চাই

সেন্ট লুসিয়া, গায়ানা, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল

আমি চ্যাম্পিয়ন ডিজে ব্রাভো আমার ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি পুরো বিশ্বে

আমরা হাল ছাড়ছি না, করোনা হারবেই।

ভিডিও লিঙ্ক : https://www.youtube.com/watch?time_continue=7&v=FTeqOxqpiGk&feature=emb_title



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ