বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একটি সড়ক দুর্ঘটনায় সারা জীবনের জন্য অবুঝ দুটি শিশুকে অসহায় করে দিলো। মাত্র দেড় বছর বয়সে তারা মা-বাবা দুজনকেই হারিয়েছে। এখন এতিম অসহায়। তাদের কেই নেই। মা-বাবা ছাড়া অবুঝ দুটি শিশুর দিকে তাকিয়ে কাঁদছে গ্রামবাসী। এক মহিলা চিৎকার করতে করতে বলছে আল্লাহ তুমি তাদের সহায় হও। আহারে কি সুন্দর ফুটফুটে বাচ্চা দুটো। কি সুন্দর হাসছে দেখেন। তারা তো বুঝতেই পারছে না মা-বাবাকে হারিয়ে এতিম অসহায় হয়ে গেছে।
জানা যায়, শুক্রবার (২০ মার্চ) দুপুর। অসুস্থ স্ত্রী জেসমিন আক্তারকে (২২) শায়েস্তাগঞ্জে ডাক্তার দেখাতে নিয়ে যান নোমান মিয়া (২৫)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুল মতলিবের ছেলে।
স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নূরপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয় নোমান মিয়াদের অটোরিকশা।
একটি বাস সামনে থেকে অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নোমান মিয়া। অটোরিকশার চালকসহ অপর দুই যাত্রী আহত হন। এদের মধ্যে নোমানের স্ত্রী জেমিনের অবস্থা গুরুতর ছিল।
গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জেসমিনের।
শুক্রবার (২৭ মার্চ) নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেসমিনের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, বাবা-মায়ের মৃত্যুর পর এতিম ও অসহায় হয়ে পড়েছে তাদের যমজ কন্যাশিশু। শিশু দুটির বয়স মাত্র দেড় বছর। অসহায় এ শিশুদের দুর্ভাগ্য এলাকাবাসীকে আবেগাপ্লুত করে তুলেছে। তাদের আত্মীয়-স্বজনরাও শিশু দুটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
শিশু দুটি বর্তমানে তাদের দাদা-দাদীর কাছে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।