Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ক্রিকেট থামিয়ে হামলার শিকার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১২:০৬ এএম

এইতো ক’দিন আগেই ক্রিকেট খেলতে গিয়ে আটক হয়েছিলেন ভারতের মহারাষ্ট্রের আট যুবক। করোনাভাইরাস সতর্কতায় ডাকা জনতা কারফিউ না মেনে ক্রিকেট খেলায় পুলিশ তাদের গ্রেফতার করে। এবার ঘটলো ভিন্ন ঘটনা, পুলিশ এবার হামলার শিকার। জরুরী অবস্থার মধ্যেই ক্রিকেট খেলতে নেমেছিলেন কয়েকজন। বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা করেছেন তারা।

করোনাভাইরাস প্রতিরোধে পুরো ভারতকে ২১ দিন লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও আপাতত কয়েকদিন ক্রিকেট না খেলার পরামর্শ দিয়েছেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ক্রিকেট পাগল ভারতীয়রা জরুরী এই অবস্থার মধ্যেই ব্যাট-বল নিয়ে রাস্তার নেমে পড়ছেন।

পুলিশের ওপর এই হামলার ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। লকডাউনের মধ্যেই ক্রিকেট খেলতে রাস্তায় নেমে পড়ে একদল যুবক। তাদের ঘরে ফেরাতে এগিয়ে যায় পুলিশ। কিন্তু পুলিশের নির্দেশনা তো তারা মানেইনি, উল্টো পুলিশকে আক্রমণ করে বসে। এ ঘটনার সময় সেখানকার পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। কারণ ক্রিকেট খেলতে থাকা যুবকদের সঙ্গে এলাকার মানুষও যোগ দেন। পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছুড়তে থাকে। অবস্থা বুঝে সেখান থেকে পালাতে বাধ্য হয় পুলিশ সদস্যরা।

এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার শিকার হলেও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক যোগেন্দ্র সিং। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাদের একটি বাহিনী আক্রমণের শিকার হয়েছে বলে জানতে পারলাম। ঘটনা শুনে আরও সদস্যদের নিয়ে সেখানে গিয়ে দেখি সবাই পুলিশের ওপর পাথর ছুড়ছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। দুজন পুরুষ ও দুজন নারীকে গ্রেফতার করেছি আমরা।’
উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ৬০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ