মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দরিদ্র দেশগুলোর দুইশো কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার অনুদান সংগ্রহের এক প্রচারাভিযান শুরু করেছেন তিনি। সে সময় তিনি বলেন, ‘কোভিড-১৯ পুরো মানবতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে আর আমরা পুরো মানবজাতি এর বিরুদ্ধে লড়াই করবো’। আজ হুমকির মুখে বিশ্বমানবতা। গত বছরের ডিসেম্বরে প্রথম চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বিশ্বজুড়ে প্রথম ১ লাখ রোগীস শনাক্ত হতে সময় নেয় ৬৭ দিন। কিন্ত পরে এই ভাইরাস অনেক দ্রæত ছড়াতে শুরু করে। গত সপ্তাহে বিশ্বের বহু দেশ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে হাজার হাজার মানুষ। এছাড়া সংক্রমণ ঠেকাতে সারা বিশ্ব ঐক্যবদ্ধ না হলে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। করোনাভাইরাসের মহামারি ঠেকানোর উদ্যোগের বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিশ্বজুড়ে পদক্ষেপ এবং সংহতি গুরুত্বপ‚র্ণ। কোনও একক দেশের উদ্যোগ যথেষ্ট হবে না’। মহামারি মোকাবিলায় গত কয়েক দিনে আরও জোরালো পদক্ষেপের কথা বলে আসছেন অ্যান্তোনিও গুতেরেস। গত সোমবার জি২০ গ্রæপকে লেখা এক চিঠিতে তিনি দরিদ্র দেশগুলোর জন্য লাখ লাখ ডলারের সহায়তার আহŸান জানান। অ্যান্তোনিও গুতেরেস বলেন, প‚র্ণ তহবিল পাওয়া গেলে বহু প্রাণ রক্ষা পাবে এবং মানবিক সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহ ও অসুস্থ্য রোগীদের সেবা দেওয়ার সময় চিকিৎসকদের রক্ষা করতে পারবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।