Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্দশায় প্রবাসীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ১২:০৭ এএম

দেশের বাইরে যে সব প্রবাসী অবস্থান করছেন, সে সব দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। যে সব কর্মীরা দৈনিক ভিত্তিতে কাজ করতেন, তারা আরও বেশি সমস্যায় পড়েছেন, কারণ তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর মতো কোন নিরাপত্তা তহবিল নেই। কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। সোমবার সৌদি আরবে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। সে কারণে সেখানে অনানুষ্ঠানিক খাতের কর্মীরা আরও কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে। চরম সংক্রামক কোভিড-১৯-এর বিস্তার ঠেকানোর জন্য তেলসমৃদ্ধ দেশটি এই পদক্ষেপ নিয়েছে। এদিকে, অভিবাসীদের অধিকারের প্রবক্তারা পরামর্শ দিয়েছেন যাতে বিদেশে মিশনের কর্মকর্তারা কর্মীদেরকে পরামর্শ ও অন্যান্য স্বাস্থ্য সেবা দেয়। কাগজপত্রবিহীন কর্মীরা সেখানে যে চরম দুর্দশার মধ্যে রয়েছে, সেটা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন তারা। কারণ কাগজপত্র না থাকায় তারা কোন আনুষ্ঠানিক সেবা নিতে পারে না। কিন্তু মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ঘাতক ভাইরাস করোনা ছড়িয়ে পড়েছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ