মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনে করোনায় প্রথম মৃত্যুবরণ করেছেন একজন মহিলা এবং একমাস সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটি। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্য ইবরাহিম মিলহান জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথমবারের মতো ৬০ বছর বয়সি একজন মহিলার মৃত্যু হয়েছে। দেশে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৪ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রণাল জানায়, মৃত ওই নারীর বিদেশে ভ্রমনের কোনো রেকর্ড ছিলো না এবং তার মাধ্যমে পরিবারটির আরও দুইজন সংক্রমিত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসটি প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। এক মাসের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ক্যাফে, রেস্তোঁরা, জিম, বিবাহ এবং পারস্পারিক সাক্ষাৎও বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে জেরুজালেমের ওয়াকফ কমিটি ভাইরাসের বিস্তার রোধে মুসলমানদের প্রথম কিবলাহ ও তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আল-আরাবিয়া, ডেইলি সাবাহ, আই২৪নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।