মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু হয়েছে। ১২-১৬ ঘণ্টা মরে ঘরে পড়েছিলেন তিনি। লাশের পাশে ছিল তার ৪-৫ বছরের সন্তান। খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। তার লাশের ১২ ঘণ্টা ধরে শিশুর পাশে পড়ে থাকার পর বৃহস্পতিবার উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ৪২ বছর বয়সী ওই নারী নার্স হিসেবে কাজ করতেন। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর মারা গেছেন। তার লাশ ওইভাবে ১২ থেকে ১৬ ঘণ্টা পড়েছিল। তার সন্তানের বয়স চার থেকে পাঁচ বছর হবে। মা মারা যাওয়ার সময় সে একা পাশে ছিল। তবে শিশুটি করোনা আক্রান্ত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ইন্টারনেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।