Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা ইস্যুতে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২০, ৫:১৮ পিএম

করোনাভাইরাস ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
দুই মন্ত্রী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে আঞ্চলিক দেশগুলোর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন এবং হুমকি মোকাবিলার উপায় নিয়ে মতবিনিময় করেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কুরেশি জোর দিয়ে বলেছেন, সার্ককে আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মনে করে পাকিস্তান। কোভিড-১৯ কে বিশেষ ফোকাসে নিয়ে সার্কের সদস্য দেশ এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতা বাড়াতে সার্কভুক্ত দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে আয়োজনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
কুরেশি প্রস্তাব দেন, বিরাজমান পরিস্থিতি বিবেচনায় প্রথমে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা যেতে পারে।
পাকিস্তানের প্রস্তাবের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের সম্মতির কথা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ