নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সময়ের সাথে সাথে বেড়েই চলেছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। এই ভাইরাসের আক্রমণে অচলাবস্থায় পুরো ক্রীড়াঙ্গন। স্থগিত হয়েছে সেরি আ, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনালও স্থগিত করা হয়েছে। ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কাপ পিছিয়ে দেওয়া হয়েছে ২০২১ সালে। এরই মধ্যে বিশ্ব জুড়ে করোনাভাইরাস ছড়িয়েছে ১৯৪টি দেশে। আক্রান্তের সংখ্যা চার লক্ষের বেশি, প্রাণ হারিয়েছে ১৯ হাজারের কাছাকাছি। এর মধ্যে ইতালি ও স্পেন- এই দুই দেশেই মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। ইউরোপে প্রাণঘাতী কভিড-১৯ রোগে সবচেয়ে বেশি নাজেহাল অবস্থায় আছে ইতালি ও স্পেন।
এমন পরিস্থিতিতে মৌসুম শেষের আগে ইউরোপিয়ান ফুটবল মাঠে ফেরার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না ইতালির সাবেক ডিফেন্ডার ফাবিও ক্যানাভারো। ইতালি ও স্পেন থেকে এই ভাইরাসের সংক্রমণ শেষ হতে অনেক সময় লাগবে বলে মনে করছেন ৪৩ বছর বয়সী সাবেক এই ফুটবলার, ‘এক মাসের কম সময়ে এটা জানা যায় না বিশ্বে কী ঘটতে যাচ্ছে। আমার মনে হয় ইতালি ও স্পেনে এটা শেষ হতে দীর্ঘদিন লাগবে। মৌসুম শেষের আগে ইউরোপিয়ান ফুটবল ফেরানো খুবই কঠিন।’
এদিকে, চলতি মাসের শুরুতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগসহ সব ধরনের ফুটবল নিষিদ্ধ করে ইংল্যান্ড। পরে অবস্থা অবনতির দিকে যাওয়ায় অন্তত আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ফুটবল বন্ধের ঘোষণা দেয় দেশটি। দশেটিতে চলছে ‘লকডাউন’। এই অনিশ্চয়তার মধ্যে লিগ মৌসুম বাতিল করা উচিত বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। সাবেক এই সেন্টার-ব্যাকের ভাবনা বাস্তবায়ন হলে লিভারপুলের ৩০ বছরের লিগ শিরোপার অপেক্ষা আরও বাড়বে, ‘আমি কেবল মনে করি, প্রিমিয়ার লিগ বাতিল হওয়া উচিত। বাতিল করে দিন। আমি জানি, অনেক লিভারপুল সমর্থক বলবে: ‘ওহ, রিও, কারণ তুমি তো ইউনাইটেডের হয়ে খেলতে। লিগ শেষ করার মত কোনো উপায় আমি দেখছি না, যে উপায়ে স্বাস্থ্যর ব্যাপারে কোনো আপস হবে না। সব খেলা যদি দর্শকশ‚ন্য মাঠে হয়... তখনও সেখানে খেলোয়াড়দের থাকতে হবে, খেলোয়াড়রা কি সমাজের অংশ নন?’
লিগে এখনও ৯ রাউন্ডের খেলা বাকি, শিরোপা দৌড়ে ২৫ পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল। দলটির সমর্থকদের তোপের মুখে পড়তে হবে জেনেও লিগ বাতিলের পক্ষে মত দিলেন ইউনাইটেডে ১২ বছরের ক্যারিয়ারে ছয়টি লিগ শিরোপা জেতা ফার্ডিনান্ড, ‘এমন খেলোয়াড় আছেন যারা... হয়ত এখনও পুরোপুরি সেরে ওঠেননি, অথবা কারো থেকে আক্রান্ত হলেন, এরপর তা অন্য খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে গেল। এটা ঠিক হবে না।’
ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় কঠিন এই সময়ে ফুটবলের সব আবেগকে ভুলে থাকতে বললেন ৪১ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।