Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিরিয়ায় অ্যাম্বুলেন্স বোঝাই কার্গো জাহাজ পাঠালো রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৪:০৫ পিএম

সিরিয়ায় করোনাভাইরাসের আঘাতের পর দেশটিতে অ্যাম্বুলেন্স বোঝাই কার্গো জাহাজ পাঠাচ্ছে রাশিয়া। মঙ্গলবার জাহাজটি যাত্রা শুরু করে। এতে একটি শিপিং কনটেইনারসহ কমপক্ষে তিনটি মিলিটারি অ্যাম্বুলেন্স রয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, গত রোববার সিরিয়ায় প্রথম করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়।

এদিকে, সিরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা কার্যত প্রবল বিধ্বস্ত। আর সেই পরিস্থিতিতে নজরে রেখে সেখানে জাহাজ পাঠাল রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিজের দেশে করোনার প্রভাব নিয়ে ব্যস্ত তখন সিরিয়ার বুকে অ্যাম্বুলেন্স বোঝাই জাহাজ পাঠিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করল রাশিয়া ।

২০১৫ সাল থেকে সিরিয়ার বাশার অল আসাদ সরকারকে সমর্থন করে আসছে রাশিয়া। সেদেশের লাটাকিয়ায় রাশিয়ার সেনার একটি বিমান ঘাঁটি আছে। এমনকি সিরিয়ার বন্দর টার্টাসেও রয়েছে রাশিয়ার বাহিনী। বলা হচ্ছে, করোনা বিধ্বস্ত ইরান থেকে এই রোগ ছড়িয়েছে সিরিয়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ