Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে ২০৬ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ৩:৪৭ পিএম

ঝালকাঠিতে ২০৬ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে শহরের কাশারিপট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সাইফুল ইসলাম রনি (২০) ও আলাউদ্দিন আহম্মেদ (৩০)।

ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের কাশারিপট্টি এলাকায় অভিযান চালায়। এসময় রনির বসতঘর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রনির কাছ থেকে ইয়াবা ট্যাবলেট কিনতে আসা আলাউদ্দিন আহম্মেদকে ৬ পিসসহ গ্রেপ্তার করা হয়।
সাইফুল ইসলাম রনি কাশারিপট্টি এলাকার জালাল হাওলাদারের ছেলে ও আলাউদ্দিন আহম্মেদ নথুল্লাবাদ গ্রামের আলী আকবর আহম্মেদের ছেলে। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই টিপু সুলতান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ