Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মংলায় মাঠে নেমেছে নৌবাহিনীর সদস্যরা

মংলা প্রতিনিধি | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১:৪৮ পিএম

মংলায় গণসচেতনতা ও অবাধ ঘোরাফেরা রোধ করার লক্ষে বুধবার থেকে মাঠে নেমেছে নৌবাহিনীর সদস্যরা । দ্বিগরাজের নৌবাহিনীর ঘাটি থেকে বুধবার দুপুর সারে ১২টার দিকে তারা মংলা শহরে প্রবেশ করেন । করোনা ভাইরাস রোধ করার জন্য সরকার সেনা বাহিনী নামানোর সিদ্ধান্তের ফলে তারা আজ মাঠে নামে।

নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার সালাউদ্দিন জানান, ১টি কন্টিনজেন্টের মধ্যে ২টি প্লাটুন রয়েছে । এর বাইরেও রিজার্ভ নৌবাহিনীর সদস্য রাখা হয়েছে । প্রয়োজনে হলে তাদেরও মাঠে নামানো হবে । সিভিল প্রশাসন,পুলিশ,লোকাল প্রশাসন ও উপজেরা নির্বাহী কর্মকর্তার সাথে যৌথ ভাবে কাজ করবেন নৌবাহিনীর এই কন্টিনজেন্ট দল । তাদের কাজ হচ্ছে গনসচেতনতা করা এবং বিদেশ থেকে আগত লোকজন অবাদে ঘোরাফেরা করছেন কিনা তা দেখা ও নিয়ন্ত্রন করা । করোনা ভাইরাস রোধে জনগনের প্রথমিক ভাবে কি করতে হবে তাও বোঝানোর চেষ্ঠা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌবাহিনী

১৯ আগস্ট, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ