Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিসিসিআই-ফ্র্যাঞ্চাইজি বৈঠক বাতিল

শঙ্কায় আইপিএল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:০৯ এএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রূপরেখা তৈরি করার জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে গতকাল কনফারেন্স কলে বসার কথা ছিল বোর্ড-কর্তাদের। কিন্তু করোনাভাইরাসের জেরে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কনফারেন্স কল বাতিল করে দেওয়া হয়েছে। আর তার ফলে আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে উঠল প্রশ্ন।

এ বারের আইপিএলের বল গড়ানোর কথা ছিল ২৯ মার্চ। কিন্তু করোনার থাবায় ১৫ এপ্রিল পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যে টুর্নামেন্টের বল গড়াবে, এমন কোনও নিশ্চয়তা নেই। কিংস ইলেভেন পাঞ্জাবের কো-ওনার নেস ওয়াদিয়া বলেন, ‘মন্ষ্যুত্ব সবার আগে। তারপরে বাকি সব কিছু। এখনও পর্যন্ত পরিস্থিতির একটুও উন্নতি হয়নি। ফলে এখনই আইপিএল নিয়ে আলোচনা করার মতো অবস্থা নেই।’

আগে আইপিএল শুরুর পাঁচটি সম্ভাব্য তারিখ স্থির করে রেখেছিল বিসিসিআই। সেটা অবশ্য সপ্তাহখানেক আগের ঘটনা। গোটা বিশ্বের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এ দেশেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারিভাবে ভারতের একাধিক রাজ্যে ‘লকডাউন’ ঘোষণা করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আনন্দবাজার প্রতিকার বরাতে নামপ্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কর্তা বললেন, ‘এই অবস্থায় আলোচনা করে কোন লাভ নেই। আইপিএলের থেকেও গুরুত্বপ‚র্ণ বিষয় নিয়ে এখন আমাদের চিন্তা করতে হচ্ছে।’

বিশ্বের সমস্ত ক্রীড়া-ইভেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এ বারের ইউরো পিছিয়ে গিয়েছে। অলিম্পিকও এক বছর পিছিয়ে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। ওয়াদিয়া বলছেন, ‘আমরা অনেক সময়েই সরকারের বিরোধিতা করে থাকি। কিন্তু এই পরিস্থিতিতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রশংসা করতেই হবে। সরকারের তরফে ইতিবাচক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল নিয়ে এখনও চ‚ড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। ফ্র্যাঞ্চাইজি-কর্তারা তাদের ক্ষতির পরিমাণ কমানোর কথা ভাবছেন। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘অলিম্পিকের মতো বড় ইভেন্ট যদি পিছিয়ে যেতে পারে, তা হলে আইপিএল তো তুলনায় অনেক ছোট। এই অবস্থায় আইপিএল আয়োজন করা কঠিন হয়ে পড়ছে।’

বিশ্বের সমস্ত বড় বড় টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। পিছিয়ে দেওয়া হচ্ছে অনেক টুর্নামেন্ট। এ বার আইপিএল নিয়েও তৈরি হয়ে গেল অনিশ্চয়তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ