Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা রোধে ‘মাঠে’ মেসি-বুফনরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২০, ১২:০৯ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) করোনাভাইরাসকে আগেই ঘোষণা দিয়েছে মহামারী হিসেবে। এবার ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফাকে সাথে নিয়ে একযোগে জনসচেতনতাম‚লক প্রচার শুরু করেছে সংস্থাটি। এ কাজে যুক্ত হয়েছেন বিশ্বের বিখ্যাত ২৮ ফুটবলার। তারা বিশ্ববাসীকে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে পাঁচটি বিষয় মনে রাখার অনুরোধ জানিয়েছেন। ‘পাস দ্য মেসেজ টু কিক আউট করোনাভাইরাস’ (করোনাভাইরাস তাড়াতে বার্তা পৌঁছে দিন) নামের এই প্রচারণায় করোনাভাইরাস বিস্তার রোধে বিশ্ববাসীকে পাঁচটি বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন লিওনেল মেসি, অ্যালিসন বেকার, জিয়ানলুইজি বুফন, মাইকেল ওয়েন, মিরোসøাভ ক্লোসার মতো বিশ্ব তারকা ফুটবলাররা। ভিডিও ক্যাম্পেইনে ২৮জন ফুটবলার অংশ নিয়েছেন, তাদের দেওয়া বিভিন্ন বার্তা ১৩টি ভাষায় প্রচারিত হচ্ছে।

স্বাস্থ্য সুরক্ষায় পাঁচটি ম‚ল নিয়ম মেনে চলার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করছে এই প্রচার/ক্যাম্পেইন। এর মধ্যে রয়েছে হাত ধোয়া, কফ কীভাবে ও কোথায় ফেলতে হবে সে–সংক্রান্ত জ্ঞান, হাত দিয়ে মুখ স্পর্শ না করা, সামাজিক দ‚রত্ব বজায় রাখা ও শরীর খারাপ মনে হলে ঘরের মধ্যে বসে থাকা (হোম কোয়ারেন্টাইন)।

জনসচেতনতাম‚লক এই প্রচারণা নিয়ে ডবিøউএইচ’র মহাপরিচালক ড. টেডরস অ্যাডহ্যানম গ্রেব্রেইয়েসুস বলেন, ‘এই মহামারি রোধে শুরু থেকেই ফিফা ও তার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রয়োজনীয় পদক্ষেপগুলোর ব্যাপারে বলে যাচ্ছেন। ক্যাম্পেইনের মাধ্যমে বা আর্থিক সহযোগিতার মাধ্যমে, ফিফা করোনাভাইরাস আটকানোর চেষ্টা করে যাচ্ছে। করোনাভাইরাসকে বিদায় করে দেওয়ার এই লড়াইয়ে ফিফা আমাদের সঙ্গে আছে বলে আমি খুব খুশি। এভাবে আমরা সবাই একতাবদ্ধ থাকলে করোনাভাইরাস হার মানবেই, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। ফিফা এ বিষয়ে বিশ্ব সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে, কারণ সবার আগে স্বাস্থ্য। আমি ফুটবল-দুনিয়ার সবাইকে আহŸান জানাচ্ছি, করোনাভাইরাস প্রতিরোধের এই বার্তা যেন আরও বেশি করে সবার মাঝে ছড়িয়ে যায়। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ কিছু খেলোয়াড় এর মধ্যেই এই ক্যাম্পেইনে নাম লিখিয়েছেন এবং করোনাভাইরাস প্রতিরোধে তাদের ইচ্ছার কথা জানিয়েছেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ