মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। দেশ বলে কোনো কথা নেই, ভয়ে সবাই আতঙ্কিত। আর ঠিক এমন সময় করোনাভাইরাস থেকে সেরে উঠার কথা বলেছেন জেমস বন্ড নায়িকা ওলগা কুরিলেঙ্কো।
তিনি ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েও কিভাবে সেরে উঠেছেন সেই বর্ণনা দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। এক সপ্তাহ জ্বরে ভোগার পর গত ১৫ মার্চ টেস্ট করার পর অভিনেত্রী জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপরই চলে যান হোম কোয়ারেনটাইনে। ওলগা কুরিলেঙ্কো সম্প্রতি ইনস্ট্রাগ্রাম পোস্টে জানালেন তিনি করোনামুক্ত হয়েছেন।
করোনার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি জানান, ‘টানা দুই সপ্তাহ অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। একদম বিছানায় পড়েছিলাম। প্রচন্ড মাথা ব্যথা, জ্বর ছিল । তবে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে জ্বর না থাকলেও মৃদু কাশি ছিল, শরীর বেশ দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এসে জ্বর, কাশি ভাল হয়ে যায়। শরীরের দুর্বলতাও সেরে যায় এবং আমি সুস্থ অনুভব করি।’
করোনায় আক্রান্ত হয়ে কুরিলেঙ্কো যেসব ওষুধ খেয়েছেন তারও বর্ণনা দেন তিনি। কুরিলেঙ্কো বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসক আমাকে বিশেষ কোনো ওষুধ প্রেসক্রাইভ করেননি। জ্বর থাকায় প্যারাসিটামল খেয়েছি। এছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতাকে কার্যকর রাখতে ভিটামিন বি-৫, ভিটামিন- ই, ভিটামিন সি এবং জিঙ্ক সেবন করতে হয়েছে। আর এই পুরো সময়টায় থেকেছি আইসোলেশনে।’ সূত্র : সিনেমা ব্লেন্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।