পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের সংক্রামন ঠেকাতে বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে চীন। চীন নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে দ্বিতীয়দফা চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। চীনের এই দ্বিতীয় দফা সাহায্য আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবসে ঢাকায় এসে পৌঁছাবে।
ঢাকায় চীন দূতাবাসের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত ১৭ মার্চ মহামারি মোকাবিলায় ওষুধ ও কোভিড-১৯ টেস্টের কিট বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ঢাকায় চীন দূতাবাসের পক্ষ থেকে আরেকটি ফেসবুক বার্তায় প্রথমবারের মতো বাংলাদেশকে সহায়তা করার কথা ঘোষণা করে। এছাড়াও গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও এই চীনা সহায়তার ব্যাপারে গণমাধ্যমকর্মীদের ইঙ্গিত করেছিলেন।
এদিকে দ‚তাবাস সূত্রে জানা গেছে, বিশেষ বিমানে করে ২৬ মার্চ চীনের কুনমিং থেকে নভেল করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট, স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার জন্য ১০ হাজার পারসোনাল প্রটেক্টিভ ইনস্টরুমেন্ট (পিপিআই) এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার ঢাকায় পৌঁছাবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। মারা গেছেন ৪ জন। আরও সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে ঘোষণা করা হয়েছে ১০ দিনের সাধারণ ছুটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।