মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতালিতে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৬৩ হাজার ৯২৮ জন। সোমবার যা ছিল ৫৯ হাজার ১৩৮ জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যাও ৬০ হাজার ছাড়াল। খবর আল জাজিরার
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে করোনা সংকট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছেন। প্রতিদিন জনগনকে সচেতন ও মনোবল বৃদ্ধি করতে ভাষণ দিচ্ছেন তিনি। পাশাপাশি গোটা ইতালিতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
মারণ ভাইরাস করোনার ছোবলে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা ১৬ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। সোমবার রাত বারোটা পর্যন্ত মারা গিয়েছেন ১৬ হাজার ১০৪ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ২২৬ জনে। মারণ ভাইরাসের থাবা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১ হাজার ৬৭ জন। এখনও বিভিন্ন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১১ হাজার ৮৫৬ জন।
করোনার করাল থাবায় গোটা বিশ্ব কাঁপলেও সবচেয়ে শোচনীয় অবস্থা ইতালির। মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া দেশটিতে অবশ্য গত দুদিন ধরে মৃত ও আক্রান্তের সংখ্যায় কিছুটা হ্রাস টানা সম্ভব হয়েছে। গত শনিবার মারণ ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছিল ইতালি। ওই দিন ইউরোপের দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ৭৯৩ জন। রবিবার মৃত্যুর সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছিল ৬৫১ জনে। আর এদিন মারা গিয়েছেন ৬০১ জন। ইতালির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেশের উত্তরাঞ্চলের লম্বার্ডিতে। এদিন ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, লম্বার্ডিতে এদিন প্রাণ হারিয়েছেন ৩২২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।