মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে কারাবন্দী অপরাধীদের বিশেষ ক্ষমা প্রদান করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস।
রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের মুখপাত্র ‘নাবিল আবু রদাইনাহ’ এক বিবৃতিতে বলেন, ‘করোনার বিস্তার বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকায়, বন্দী অপরাধীদের মধ্যে যারা নিজেদের ফৌজদারি মামলা ও অপরাধের অর্ধেক সাজা ভোগ করেছে, রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাদেরকে বিশেষ ক্ষমা প্রদান করেছেন।
তবে এ বিবৃতিতে সাধারণ ক্ষমাপ্রাপ্ত বন্দীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ প্রদান করা হয়নি। খবর আনাদুলু এজেন্সির।
এছাড়াও করোনার বিস্তারকে সীমাবদ্ধ করার প্রয়াসে দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। পাশাপাশি পাঠদান স্থগিত, অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ এবং প্রদেশগুলির মধ্যে চলাচল প্রতিরোধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত মোট ৫৯ জন ফিলিস্তিনি করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে। যাদের মধ্যে দুই জন গাজা উপত্যকার অধিবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।