Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আতঙ্কেও থেমে নেই প্রস্তুতি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৫৬ এএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আসন্ন টোকিও অলিম্পিক গেমস আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও থেমে নেই বাংলাদেশের কৃতি আরচ্যার রোমান সানার অলিম্পিক প্রস্তুতি। করোনা আতঙ্কের মধ্যেই সরকারী সব নির্দেশনা মেনে টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রতিদিনই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন দেশসেরা এই তীরন্দাজ। গতকাল তথ্যটি নিশ্চিত করেছেন রোমান সানা নিজেই।

প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে বর্তমানে টোকিও অলিম্পিক আয়োজন নিয়ে চলছে নান গুঞ্জন। আগামী ২৪ জুলাই টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা থাকলেও চার সপ্তাহ পরে জানা যাবে পূর্বনির্ধারিত তারিখেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি শুরু হবে কিনা। এমনই যখন অবস্থা তখন টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুশীলনে মগ্ন রোমান সানা। মূলত টোকিও অলিম্পিককে সামনে রেখেই অনুশীলন করছেন তিনি। বলা যায় অনেকটা সেলফ কোয়ারেন্টাইনে থেকে প্রস্তুতি নিচ্ছেন রোমান। কেমন হচ্ছে প্রস্তুতি? এ বিষয়ে জানতে কাল রোমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘প্রস্তুতি চলছে প্রস্তুতির মতোই। বরাবর যেমন সবাই একসঙ্গে অনুশীলন করি, সেভাবেই করছি। তবে দূরত্ব বজায় রেখে। আমরা কেউ তো আর করোনাভাইরাসে আক্রান্ত নই। তারপরও সতর্কতার অংশ হিসেবে আমাদের অনুশীলন ভেন্যুতে অনেক ব্যবস্থা নেয়া হয়েছে। আগে যেমন অনুশীলনের সময় বাইরের লোকজন উপস্থিত থাকতে পারছেন। এখন আর তেমনটি হচ্ছেনা। অনুশীলন ভেন্যুতে কেউ প্রবেশ করতে পারছেন না। আমরাও বাইরে যাচ্ছি না। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকছি। বার বার হাত ধোয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছে।’রোমান যোগ করেন,‘হ্যান্ডওয়াশ, মাস্ক, গøাভস- এগুলো সবই দেয়া হয়েছে আমাদের। বাইরে যেতে নিষেধ করা হয়েছে। রুম, মাঠসহ এখানকার সবজায়গা আরো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী যা যা করা দরকার, তার সবই আরচ্যারি ফেডারেশন করে দিয়েছে।’

নির্ধারিত তারিখে টোকিও অলিম্পিক শুরু নিয়ে শঙ্কা থাকলেও তা নিয়ে ভাবছেন না রোমান সানা। ‘বাড়তি কোনো চাপ নয়, স্বাভাবিক যেভাবে অনুশীলন করি, সেভাবেই করছি এখনো। করোনাভাইরাসের কারণে অন্য সব খেলাধুলা বন্ধ থাকলেও আমার অনুশীলন চলছে। এটা ভালো দিক। অলিম্পিক পেছানোর বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমাদের কোচের (মার্টিন ফ্রেডরিখ) সঙ্গে ওয়ার্ল্ড আরচ্যারির প্রেসিডেন্টের কথা হয় প্রায়। তিনি কোচকে বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি চালিয়ে যাও।’

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় নির্দেশনা রোমান নিজে মানছেন এবং অন্যদের মানার আহŸান জানিয়েছেন। তার কথায়,‘আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। একটু কষ্ট হলেও নিজের ও পাশের লোকজনের ভালোর জন্য কিছুদিন বাসায় থাকতে হবে। মাস্ক ব্যবহার করাসহ নিয়মিত হাত ধুতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। অতিরিক্ত প্রয়োজন না পড়লে বাইরে যাবেন না। বাইরে গেলেও মাস্ক ও গøাভস ব্যবহার করুন।’

গত বছর নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন রোমান সানা। টোকিও অলিম্পিকে সাফল্য পেতে তখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন লাল-সবুজের এই তারকা তীরন্দাজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
৫ নভেম্বর, ২০২২
২ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ