Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনার মাঝে ক্রিকেট, ভারতে আটক ৮

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৫৬ এএম

 ভারতীয়রা ক্রিকেট পাগল। কতটা পাগল সেটির প্রমাণ দিলেন মহারাষ্ট্রের আট যুবক। করোনাভাইরাসের ভয়ে সারা বিশ্বে যখন খেলাধুলা প্রায় বন্ধ তখন ক্রিকেট খেলতে গিয়েছিলেন এঁরা। সেটিও আবার পরশু যখন ভারতজুড়ে জনতা কারফিউ চলছে সেই সময়ে। পুলিশও বসে থাকেনি, কারফিউ ভঙ্গের দায়ে ক্রিকেট মাঠ থেকে গ্রেপ্তার করে সোজা থানা হাজতে নিয়ে যায় এই ক্রিকেটারদের।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে পরশু ভারতজুড়ে পালিত হয়েছে জনতা কারফিউ। গত বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দেন রোববার দিনব্যাপী জনতা কারফিউয়ের। জরুরি কাজ ছাড়া সেদিন সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

পরশু বিকেলে কারফিউ চলাকালে কল্যাণের মহাত্মা ফুলে থানার পুলিশ কলা তালাও মাঠে ক্রিকেট খেলতে দেখে নয়জনকে। সরকারি আদেশ অমান্য করায় গ্রেপ্তার করা হয় তাঁদের। তবে এঁদের একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয়। বাকি আটজনও পরে জামিনে ছাড়া পেয়েছেন।

শুধু জনতা কারফিউ নয়, ক্রিকেট খেলতে গিয়ে স্থানীয় পুলিশের নির্দেশনাও অমান্য করেছেন এই যুবকেরা। স্থানীয় পুলিশ একসঙ্গে পাঁচের অধিক লোকের সমাবেশ নিষিদ্ধ করেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ