নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাসের প্রভাবে এবার অনির্দিষ্টকালের জন্য লা লিগাসহ স্পেনের সব ধরনের ফুটবল স্থগিত করা হলো। স্প্যানিশ সকার ফেডারেশন ও লা লিগা গতকাল এক যৌথ বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্প্যানিশ ফুটবল ক্যালেন্ডার স্থগিত থাকবে।
মহামারীতে রূপ নেওয়া কভিড-১৯ রোগের কারণে প্রথমে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল লা লিগা। ওই সময়ে আগামী ৩ এপ্রিল খেলা শুরু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। পরিস্থিতি ‘স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত হলে’ খেলা আবার শুরু হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
স্পেনের ফুটবলের নিয়ন্তা সংস্থা ‘আরএফইএফ’-এর প্রধান লুইস রুবিয়ালেস গত সপ্তাহে মৌসুম বাতিলের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, সমস্যা কেটে গেলে আবার খেলা শুরু হবে।
ইউরোপে ইতালির পর কভিড-১৯ রোগে সবচেয়ে বাজেভাবে আক্রান্ত হয়েছে স্পেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে স্পেনে ৩৩ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ১৮০ জনের বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।