Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরীয়তের বিধান অনুসরণে লাশ দাফন করা হবে

করোনাভাইরাসে মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৫৬ এএম

ইফা ডিজি আনিস মাহমুদ
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাসে যদি কেউ মারা যায় সেই মৃত ব্যক্তির দাফন নিয়ে জনমনে যাতে কোনো বিভ্রান্তি ও গুজব ছড়াতে না পারে স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মোতাবেক একটি নির্দেশনা তৈরি করেছে। বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামাদের সাথে মতবিনিময় করে উক্ত নির্দেশনার বিষয়ে মৃত ব্যক্তির লাশ দাফনে শরীয়তের বিধানও অনুসরণ করা হবে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশেও ২৭ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একাধিক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। করোনাভাইরাস সংক্রমণে মৃত ব্যক্তির দাফন ও জানাজার বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেজিওর অনুসরণ করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ বিষয়ে সকলের সচেতনতা সৃষ্টির জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের কর্মীবৃন্দ, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দসহ সকল মসজিদের ইমাম/খতিব/মুয়াজ্জিন সাহেবগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরীয়ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ