Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

এলমে শরীয়ত ও মা’রেফাতের সমন্বয়ে কামিলিয়াত অর্জন হয়

আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

ঢাকা রাহমানিয়া জৈনপুরী খানকা (দরবার) শরীফ কমপ্লেক্সের উদ্যোগে সম্প্রতি এক বিরাট মাসিক জেকের, তাফসীর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাফসীর ও দোয়া করেন আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। শেখ জহির আহমেদের আহ্বানে এবং ইত্যাদি এন্টারপ্রাইজের মালিক রুহুল আমীন মেহেদীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন তেপান্তর গ্রুপের চেয়ারম্যান কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা ড. এইচ এম এরশাদুল্লাহ চৌধুরী। মাওলানা তোজাম্মেল হকের উপস্থাপনায় ওয়াজ করেন আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মঈনুদ্দীন, মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ, আলহাজ শেখ আক্ববর আলী, প্রফেসর সোহরাব হোসেন ও সৈয়দ মিশকাতুর রহমান প্রমুখ। পীর সাহেব তার বয়ানে বলেন, হযরত হাসান বসরী (র.) থেকে বর্ণিত আছে- এলেম দুই প্রকার শরীয়ত ও মা’রেফাত। এলমে মা’রেফাত বা বাতেনী এলেম দ্বারা ক্বালবে নূর ও স্বচ্ছতা সৃষ্টি হয়। যা কলবে সালীম তৈরি করার একমাত্র হাতিয়ার। কামিলিয়াত হাসিল করার জন্য এই বাতেনী এলেম মহা উপকারী এবং শরিয়াতের (জাহেরী) এলেম আদম সন্তানদের জন্য আল্লাহ তা’আলার দলিল স্বরুপ। জাহেরী এলেম শিখার জন্য আমরা পবিত্র কুরআনের তাফসীর, হাদীছ শরীফের এলেম অধ্যয়ন করে থাকি। এলমে মা’রেফাত শিখার জন্য কামেল মুরশেদের ছোহবাত এখতেয়ার করতে হবে। তথা কথিত বেএলেম পীর ফকিরের নিকট গিয়ে কোনো লাভ হবে না বরঞ্চ সময়ের অপচয় হবে। উদাহরণস্বরূপ বলেন, শরীয়াত হল দুধ আর মা’রেফাত হল মাখনস্বরুপ। বিভিন্ন বক্তারা বলেন জৈনপুরী পীর মাওলানা কারামাত আলী সাহেব উপমহাদেশে হাক্কানী তরীকাহ ও দ্বীন প্রচারের মাধ্যমে আড়াই কোটি হিন্দুকে মুসলমান ধর্মে দিক্ষিত করেছিলেন। এখনও তার বংশধর ও সেলসেলাধারীরা খাঁটি দ্বীন প্রচার করে যাচ্ছেন।

জৈনপুরী পীর সাহেব দেশবাসীর উদ্দেশে বলেন, আমার প্রতিষ্ঠিত অত্র আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল মাদরাসা ও এতিমখানায় এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে কামিল পর্যন্ত যারা আবাসিক/অনাবাসিক ভর্তি হবে তাদের অন্ন-বস্ত্র, যাবতীয় কিছু ফ্রি বা হাফ-ফ্রি করে দিবো ইনশাআল্লাহ। এটা শরীয়াত ও মা’রেফাতের এলেম শেখার এক ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। যোগাযোগ- ০১৭৩২৩০২২৮৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এলমে শরীয়ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ