Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল ৫ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২০, ১২:৩৭ এএম

সড়কে ঝরল ৫ প্রাণ। গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় করিমন উল্টে দুইজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার গাড়াগঞ্জ তেল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হাতিয়া গ্রামের ইব্রাহীমের মেয়ে মিনা (৩০) ও একই এলাকার আজাহার উদ্দিনের নাতি ছেলে হাসমত (২০)। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, মিনা ও হাসমত যশোর থেকে প্রয়োজনীয় মালামাল নিয়ে করিমনযোগে শৈলকুপায় নিজ গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে শৈলকুপার গাড়াগঞ্জ তেল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনের চাকা ভেঙে করিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনা ও হাসমতের মৃত্যু হয়।
মেহেরপুর : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস। বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঘটা দুর্ঘটনায় আঘাত পান ৬০ বছর বয়সী আমিন বিশ্বাস। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে চিকিৎসকের পরামর্শে নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
গণমাধ্যমকে স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জানান, মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর সাথে ধাক্কায় আহত হন বানি আমিন বিশ্বাস। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। এছাড়া কানে আঘাত পেয়েছেন তিনি। এই ব্যাপারে এক গণমাধ্যম ইমরুল কায়েসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সকালে বাবা দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি পা, হাত ও বাম কানে অনেক ব্যথা পেয়েছেন। অবস্থা খারাপ হওয়ায় বিমানে বাবাকে ঢাকায় নিয়ে এসেছি। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করেন।’
ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মোড়ে সড়ক দুর্ঘটনায় টনি ফকির (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত রোববার রাত পৌনে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) মৃত্যু হয় তার। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মহিদুল ফকিরের ছেলে।
রাজবাড়ী : রাজবাড়ীর ফেলের দোকান-ম‚লঘর সড়কের সদর উপজেলার কুটিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী রসুল খা (৪০) নিহত হয়েছে। তিনি মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের মৃত গফুর খার ছেলে। সদর উপজেলার কুটিরহাট বাজার সমিতির সভাপতি মানিক বিশ্বাস জানান, সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে কুটিরহাট বাজারের মুদি দোকানের উদ্দেশে মোটরসইকেল নিয়ে রওনা হন তিনি। তিনি কুটিরহাট সংলগ্ন এলাকায় পৌঁছতেই একটি রশিতে লেগে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান
আরিচা : শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ডে গতকাল সোমবার ভোরে ট্রাকের ধাক্কায় স্থানীয় মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন দুলাল (৬৩) ঘটনাস্থলে মারা যান। জানা গেছে, দুলাল উথলী দক্ষিণপাড়ার বাসিন্দা শাহেজ উদ্দিনের পুত্র। বাড়ি থেকে সাইকেলযোগে নিহন্দ মসজিদে আযান দেয়ার উদ্দেশ্যে আসার পথে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুলালকে ধাক্কা দিয়ে খাদে পড়ে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ