মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬ জনে। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৩১ ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এ সময়ে ৯৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৩৮ হাজার ১৩৮ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন এবং এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ আগে আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবরকে ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে অভিহিত করলেও গত বৃহস্পতিবার বলেছেন, তার দেশে করোনাভাইরাস পরিস্থিতি ‘শোচনীয়’ পর্যায়ে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে। এদিকে নিউ ইয়র্কের মেয়র বিল ডি বøাজিও তার শহরে করোনা মোকাবিলার চিকিৎসা সামগ্রীর অভাবের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান গতিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আগামী ১০ দিনের মধ্যে নিউ ইয়র্ক শহরে কৃত্রিম নিঃশ্বাস গ্রহণের যন্ত্রসহ অন্যান্য চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ফার্সি নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে তার দেশকে করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য দেয়ার মার্কিন প্রস্তাবকে প্রতারণা উল্লেখ করে বলেছিলেন, আমেরিকা নিজেই যখন চিকিৎসা সামগ্রীর অভাবে রয়েছে তখন তার পক্ষ থেকে সাহায্যের প্রস্তাব বিস্ময়কর। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।