প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশে করোনাভাইরাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রত্যেকের মধ্যে আতঙ্ক বিরাজমান। সব শ্রেণী-পেশার মানুষই করোনা আতঙ্কে ভুগছে। খেটে খাওয়া মানুষ ও নিম্নবিত্তদের মধ্যে খাদ্য সংস্থানের দুঃশ্চিন্তা কাজ করছে। যাদের অঢেল অর্থকড়ি রয়েছে তাদের অনেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে স্টক করেছে। তাদের বেশি বেশি কেনাকাটার সুযোগে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। এতে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ ও নিম্নবিত্তরা। মানবিক কারণে বিত্তবান ও সামর্থ্যবানদের এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত। তাদের উপলব্ধি করে এগিয়ে আসা প্রয়োজন। জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও দেশের বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল বরাবরই নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির ছেলেকে তার শিল্প প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা ও তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেন। এটি তার নিয়মিত মানবিক সেবার অংশ। এছাড়া মসজিদ, মাদরাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রমের সেবায় তিনি নিয়োজিত। গত রবিবার হেমায়েতপুর বড় জামে মসজিদের সংস্কার কাজের জন্য তিনি আর্থিক সহযোগিতা করেছেন। মসজিদ কমিটির কাছে এ কাজের জন্য পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলচ্চিত্রাঙ্গণে বেকার হয়ে পড়া অসহায় শিল্পী ও কলাকুশলীদের সাহায্যার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চারশ’ ব্যাগ বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। আগামী ২৬ মার্চ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির সমন্বয়ের মাধ্যমে এসব পণ্যের ব্যাগ বিতরণ করা হবে। প্রতি ব্যাগে রয়েছে চাল, ডাল, তেল, দুধ, চিনি, স্যানিটাইজারসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী। এছাড়া ঐ দিন কারওয়ান বাজার এলাকায় পাঁচ হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। অনন্ত জলিল বলেন, আমি আমার সামর্থ্যরে মধ্যে থেকে এ ব্যবস্থা করেছি। করোনাভাইরাসের এই মহাদুর্যোগে অসহায় মানুষের পাশে প্রত্যেক সামর্থ্যবান মানুষের সাধ্যানুযায়ী দাঁড়ানো উচিত বলে মনে করি। এটা সাহায্যের ব্যাপার নয়, এটা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়, মানবিকতার বিষয়। তিনি বলেন, সরকার তার মতো করে কাজ করছে। আর এ কাজ সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। এ কাজে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। সম্মিলিতভাবে এই অতিমারি করোনাভাইরাস মোকাবেলা করতে হবে। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন এই ভয়াবহ করোনাভাইরাস থেকে আমাদের রক্ষা করেন। তিনি প্রত্যেককে সচেতন ও সতর্ক হয়ে চলাফেরা করার জন্য আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।