Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনশেষে আমরা তো একই সাগরের ঢেউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৪:৫৭ পিএম

কাঁদছে মানুষ, কাঁদছে দেশ এবং কাঁদছে সারাবিশ্ব। অন্যদিকে কাঁদতে ভুলে গেছে ইতালি। প্রতিদিন শত শত লাশ যে দেখে তার আসলে কান্নার সময় মেলে না। অন্যদিকে নিজেদের সঙ্কট কাটিয়ে উঠে অন্যান্য দেশকে সাহায্য করতে শুরু করেছে চীন। নতুন মহামারী কোভিড-১৯ এর বিরুদ্ধে কোনোভাবেই পেরে উঠছে না ইতালি। ফলে ইতালিকে সাহায্য করতে শুরু করেছে চীন। দ্য লোকাল.আইটি
শনিবার থেকে ইতালিতে বিভিন্ন মেডিকেল সরঞ্জাম পাঠাচ্ছে চীন। রোববার দেশটিতে পাঠানো সাহায্যের বাক্সে মানবতার বার্তা ‘দিনশেষে আমরা তো একই সাগরের ঢেউ’ লিখেছেন চীনের ডাক্তাররা। সাহায্য সরঞ্জামের মধ্যে ছিলো মাস্ক, গ্লাভস, ডাক্তারদের পরিহিত গাউন বিভিন্ন ঔষধ এবং চিকিৎসক। উই ফোরাম
করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি চলছে ইতালিতে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি মানুষও মারা গেছে। চিকিৎসা দিতে হিমশিম খাওয়ার পাশাপাশি লাশ সমাহিত করা নিয়েও বেশ বিপাকে পড়েছে দেশটির প্রশাসন। ইতোমধ্যে লকডাউনে থাকায় কোন মানুষ ঘরের বাইরে আসছেন না। সবকিছু নিয়ন্ত্রণ করছেন সরকার।
ওয়ার্ল্ডো মিটারের তথ্যানুযায়ী এই প্রতিবেদন লেখার সময় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন। আর এ পর্যন্ত মারা গেছে ৫ হাজার ৪৭৬ জন। টানা চারদিন ধরে দৈনন্দিন মৃতের সংখ্যা পাঁচ শতাধিকের উপরে।
চীনে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও মৃতের সংখ্যা ইতালির চেয়ে কম। বিপর্যস্ত অবস্থা থেকে নিজেরা উতরে এখন বিশ্বের অন্যান্য দেশগুলোর সাহায্যে এগিয়ে যেতে শুরু করেছে চীন। ইতালি ছাড়াও ফ্রান্স, জার্মানিসহ অন্যান্য দেশেও মেডিকেল সরঞ্জাম সাহায্য হিসেবে পাঠাচ্ছে চীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ