মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউজিল্যান্ডে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লকডাউন বলবৎ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সোমবার তিনি বলেছেন, খুব শিগগিরইি নিউজিল্যান্ডে সর্বোচ্চ সতর্কতা জারি, অপ্রয়োজনীয় সব সেবা, স্কুল ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ করা হবে।
আর্ডার্ন বলেন, এই পদেক্ষেপে মদের বার, ক্যাফে, রেস্টুরেন্ট এবং সিনেমা হলও বন্ধ হয়ে যাবে। তবে সুপার মার্কেট এবং ফার্মেসি চালু থাকবে। দেশে সরবরাহ ব্যবস্থাও চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। কিউই এই প্রধানমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে দেশের সব স্কুল বন্ধ থাকবে।
করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা জানাতে সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্ডার্ন। তিনি বলেন, নিউজিল্যান্ড এখন স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন; আক্রান্তদের সবাই চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কারও প্রাণহানি ঘটেনি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।