Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরবে ২১ দিনের কারফিউ জারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১১:৫৭ এএম

সউদী আরবে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় সারা দেশে সান্ধ্য আইন জারি করেছেন বাদশাহ সালমান। রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা এসপিএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো সউদী আরবে কারফিউ বলবৎ থাকবে।
সোমবার থেকে শুরু হয়ে আগামী ২১ দিন এ আদেশ কার্যকর হবে। চিকিৎসাসহ জরুরি সেবা এই বিধিনিষেধের বাইরে থাকবে।
মধ্যপ্রাচের দেশ সউদী আরবে এ পর্যন্ত ৫১১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে, এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
ভাইরাসের বিস্তার ঠেকাতে সউদী সরকার মক্কা-মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া দেশের বাকি সব মসজিদে জামাতে নামাজ পড়া বন্ধ করেছিল আগেই। কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন বাড়তে থাকায় এখন কারফিউ জারির মত কঠোর পদক্ষেপ নেওয়া হল।
এদিকে সংযুক্ত আরব আমিরাত সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। ট্রানজিট ফ্লাইটও আপাতত বন্ধ থাকবে।
দেশটির সব শপিং মলও ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। রেস্তোরাঁ থেকে কেবল হোম ডেলিভারির দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওষুধ ও কাঁচাবাজার খোলা রাখা যাবে। এই নির্দেশনা কার্যকর হবে দুই সপ্তাহের জন্য।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে, আক্রান্ত হয়েছে তিন লাখ ৩৬ হাজার মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ