Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম্বিয়ায় কারাগারে বন্দী-রক্ষীদের মধ্যে সংঘর্ষ, নিহত ২৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১১:৫৬ এএম

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা না থাকার প্রতিবাদ করায় কলম্বিয়ার রাজধানী বোগোটার একটি কারাগারের বন্দীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। এতে সাত কারারক্ষীসহ আরো ৮৩ জন আহত হয়েছেন।
দেশটির বিচারমন্ত্রী মার্গারিটা ক্যাবেলো ব্লাঙ্কো রোববার (২২ মার্চ) এ ব্যাপারে এক বিবৃতিতে তিনি জানান, লা মডেলোর কারাগারে সপ্তাহ শেষে ঘটা এ সংঘর্ষে আহতদের মধ্যে ৩২ জন কারাবন্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত সাত কারারক্ষীর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর ওই কারাগারের সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ডিসেম্বরে প্রথম চীনে ও এর পর সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনায় কলম্বিয়ায় এ পর্যন্ত ২৩১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন দু’জন। করোনাভাইরাসের সময়ে সারাদেশের কারাগারের জনাকীর্ণ অবস্থা ও ভঙ্গুর স্বাস্থ্যসেবার বিরুদ্ধে রোববার (২২ মার্চ) প্রতিবাদ করেন বন্দীরা।
দাঙ্গার সময় কোনো বন্দী পালিয়ে যেতে পারেননি উল্লেখ করে বিচারমন্ত্রী বলেন, এটি একটি বেদনাদায়ক ও দুঃখজনক দিন। গতরাতে দেশের বিভিন্ন কারাগার থেকে অপরাধীরা গণহারে পালানোর চেষ্টা করেছেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে বিচার মন্ত্রণালয় তদন্ত করছে। কারাগারের স্যানিটেশন নিয়ে এমন কোনো সমস্যা নেই যা এ পরিকল্পনা এবং দাঙ্গার কারণ হতে পারে। এছাড়া এখানে কোনো সংক্রমণও নেই এবং এখানে কোনো বন্দী, কারারক্ষী বা প্রশাসনিক কর্মীও নেই, যার করোনভাইরাস রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ