মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরব আমিরাত সরকার করোনাভাইরাস মোকাবেলায় যথেষ্ট সচেতন ও কার্যকরী সকল প্রকার উদ্যোগ নিয়ে চলছে। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাও গড়ে তুলেছে পর্যাপ্তভাবে। যার কারণে গতকাল রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত আরব আমিরাতে নতুন করে ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তসহ ১৫৩ জনের মধ্যে নতুন ৭ জনসহ ৩৮ জন রোগী পুরোপুরি সুস্থ হয়েছেন বলে গণমাধ্যমকে বিষ্যটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়। প্রতিটি বিমানবন্দর এবং নৌ-বন্দরে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। অত্যাধুনিক চিকিৎসা দেয়ার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল বিভাগ। তবে প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা পেতে জনসাধারণকে গণজমায়েত বা ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেয়ার পাশাপাশি সচেতন থাকতেও বলা হয়েছে। অপরদিকে দেশটির আইন মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, আমিরাতে কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীকে ৫ বছরের জেল ও ৫০ হাজার থেকে ১ লাখ দিরহাম জরিমানা করা হবে। গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমিরাতে আসা যাত্রীদের ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন দেয়া হয়।
এদিকে আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এই প্রথম গত ২০ মার্চ শুক্রবার দু’জন মৃত্যুবরণ করেছেন। দু’জনের মধ্যে একজন আরব দেশের নাগরিক (৭৮), অপরজন এশিয়ান (৫৯)। আমিরাতের স্বাস্থ্য প্রতিরোধ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু’জনের মধ্যে যিনি আরব দেশের নাগরিক তিনি ইউরোপ থেকে এসেছিলেন। তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগে আক্রান্ত হওয়া। পরে তিনি করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছিলেন। অপরদিকে এশিয়ান নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে দীর্ঘদিন ধরে হৃদরোগ এবং কিডনি জনিত রোগে ভুগছিলেন। এতে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।