Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনা ঠেকাতে বার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ১২:০০ এএম

নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ ঠেকাতে বার বার হাত ধোয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কী ভাবে, কতক্ষণ হাত ধুতে হবে, সংবাদ মাধ্যমে তার প্রচার চালাচ্ছে সরকার। সেলেব থেকে রাজনীতিবিদ, অনেকেই অংশ নিয়েছেন প্রচারে। এ বার ময়দানে নামলেন প্রিয়ঙ্কা গান্ধী। নিজে হাত ধুয়ে হাতে-কলমে দেখিয়ে দিলেন কী ভাবে লড়তে হবে করোনা প্রতিরোধে। সঙ্গে প্রিয়ঙ্কার বার্তা, ‘গুজবে কান দেবেন না। সবাই একজোট হয়ে করোনার মোকাবিলা করব।’

এক মিনিটের একটি ভিডিও নিজের স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। ভিডিওতে হ্যান্ড ওয়াশ দিয়ে বেসিনে হাত ধুচ্ছেন প্রিয়ঙ্কা। সেই সঙ্গে দেখাচ্ছেন, হাতের সব জায়গায় যাতে সাবান বা হ্যান্ড ওয়াশ পৌঁছয়, তার জন্য কী ভাবে হাত ধুতে হবে। তিনি বলেছেন, ‘হাত ধোয়ার জন্য হু একটি গাইডলাইন দিয়েছে, যেটা করলে আমরা করোনাভাইরাস থেকে মুক্তি পেতে পারি। এটা অত্যন্ত জরুরি। অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে এবং দিনে যত বার এ ভাবে হাত ধোয়া যাবে, ততই ভাল।’ এর পর প্রিয়ঙ্কার পরামর্শ, ‘করোনা ভাইরাস নিয়ে গুজব বা মিথ্যে খবরে বিশ্বাস করবেন না। গুজব ছড়াবেনও না।’ সব শেষে কংগ্রেস নেত্রীর বার্তা, সবচেয়ে গুরুত্বপ‚র্ণ হল ভয় পাবেন না। করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে লড়ব এবং প্রতিরোধ করার পুরোপুরি চেষ্টা করব।’

আবার এর সঙ্গে টুইটারে হিন্দিতে তিনি লিখেছেন, ‘আপনি কি ছোট ছোট সাবধানতা অবলম্বন করছেন? আপনার সাবধানতা করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করবে। সচেতন নাগরিকদের মতো সতর্কতাগুলি আপনার জীবনের অংশ করে ফেলুন এবং এ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন।’
করোনাভাইরাস সংক্রমিত কোনও ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়লে এবং তারক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশও অন্য কারও শরীরের কোনও অংশ স্পর্শ করলে তার দেহেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেই কারণেই করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নির্ধারিত দূরত্ব বজায় রাখার পাশাপাশি বার বার হাত ধোয়ার পরামর্শ দিয়েছে হু এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ